আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণে ‘ব্যাক ট্যাপ’ নামের একটি সুবিধা যোগ হয়েছে। এর মাধ্যমে আইফোনের পেছনের পুরোটা স্পর্শকাতর বোতামে পরিণত হয়। সেটিংস থেকে ঠিক করে দিলে পেছনে পরপর দুই বা তিনবার ট্যাপ করলে অর্থাৎ টোকা দিলে নির্দিষ্ট কাজ করবে আইফোন।
অ্যাপ সুইচার, নোটিফিকেশন মেনু, কন্ট্রোল সেন্টার বা সিরি চালু, অ্যাপ কিংবা ওয়েবসাইট স্ক্রল করা, স্ক্রিনশট নেওয়ার মতো কাজ করা যাবে ব্যাকট্যাপের সাহায্যে।
মজার ব্যাপার হলো ব্যাকট্যাপের জন্য আইফোনের পেছনে আলাদা কিছু যুক্ত করতে হয়নি। বিদ্যমান হার্ডওয়্যারের সাহায্যেই সফটওয়্যারে কারিকুরি দেখিয়েছে অ্যাপল। তার চেয়েও বড় কথা, অ্যাপল এই ব্যাক ট্যাপের সাহায্যে পেছনের অংশকে নানা ভাগে ভাগ করে দিতে পারে। যেমন ওপরের দিকে ট্যাপ করলে হয়তো একটা কাজ হবে, আবার নিচের দিকে ট্যাপ করলে আরেকটা।
ব্যাক ট্যাপ বেশ ভালোই কাজ করে। ভুল করে টোকা পড়ার সঙ্গে ইচ্ছা করে ট্যাপ করার পার্থক্য বুঝতে পারে।
সীমিত আকারে হলেও, অ্যাপলের মতো গুগলও একই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছে অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে। তবে পূর্ণ সংস্করণে সুবিধাটি রাখা হয়নি।