অনলাইন থেকে লেখা রাখুন পকেটে
অনলাইনে মাঝেমধ্যে চমৎকার সব লেখা পাওয়া যায়। সেটা খবর হতে পারে, রম্যরচনা হতে পারে, আবার কোনো বিষয়ে দীর্ঘ বিশ্লেষণও হতে পারে। পর্যাপ্ত সময় পেলে তো পড়েই ফেললেন। আবার চাইলে পরে পড়ার জন্য সংরক্ষণও করে রাখতে পারেন। আর এ কাজে সহায়ক হতে পারে ‘পকেট’ নামের একটি অ্যাপ। এটি ব্যবহার করা যায় কম্পিউটারেও। পকেটের কাজ মূলত পরে …